‘এল ক্ল্যাসিকো জয় ছাড়া বিকল্প নেই বার্সার’


প্রকাশিত: ০৩:২০ পিএম, ২২ এপ্রিল ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকেই বিদায় নিশ্চিত হযে গিয়েছিল। যদিও একটা মিরাকল সে যাত্রায় বাঁচিয়ে দিয়েছিল বার্সেলোনাকে। তবে পরের যাত্রায় আর পার পেলো না কাতালানরা। জুভেন্তাসের কাছে ৩-০ গড় গোলের ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনাল থেকেই। স্প্যানিশ লা লিগায়ও যে অবস্থায় রয়েছে দলটি, তাতে শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।

তবুও পেশাদার ফুটবল যেহেতু, শেষ দেখা না দেখে তো কেউ ছাড় দেবে না। বার্সেলোনাও তাই হিসাব কষছে, রোববারের এল ক্ল্যাসিকোয় যদি রিয়াল মাদ্রিদকে হারানো যায়, তাহলে শিরোপা স্বপ্ন খানিকটা হরেও টিকে থাকবে।

বিষয়টা জানে এবং বোঝে বার্সার সব কর্মকর্তা, খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরাও। কোচ লুইস এনরিকে তো এর ব্যতিক্রম হওয়ার কথা নন। সুতরাং, তিনিও বিশ্বাস করেন, এল ক্ল্যাসিকোয় জয় ছাড়া অন্য যে কোনো ফল মানেই শিরোপা নিশ্চিত হাতছাড়া হয়ে যাওয়া। সুতরাং, শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

মালাগা এবং দেপোর্তিভো লা করুনার কাছে হেরেই তো শিরোপা দৌড় থেকে অনে পেছনে পড়ে যেতে হয়েছে বার্সেলোনাকে। অথচ রিয়াল মাদ্রিদ শুধু বার্সা থেকে ৩ পয়েন্ট এগিয়েই নয়, একটি ম্যাচও হাতে রেখে দিয়েছে। বার্নাব্যুতে যদি বার্সা হেরেই যা, তাহলে নিশ্চিত এ বছরের লা লিগা জয়ের আর সম্ভাবনা থাকবে না বার্সার। সুতরাং, এই এল ক্ল্যাসিকো জিততে মরিয়া কাতালানরা।

Barca

এই ম্যাচে কেন জয়ের বিকল্প দেখছেন না বার্সা কোচ? জানালেন সে কারণ। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মৌসুমের একেবারে শেষ পর্যায়ে রয়েছি আসরা। এ কারণে এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। এছাড়া এটা এমন একটি ম্যাচ, যেটা আমাদের সবচেয়ে সেরা প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে।’

এল ক্লাসিকোর আগেরদিন মিডিয়ার মুখোমুখি হয়ে এনরিকে বলেন, ‘আমরা নিজেদের ওপর আত্মবিশ্বাসী। নিজেদের স্টাইল নিয়ে চিন্তা নেই। আমার মনে হয়, জয়টা অসম্ভব কিছুও নয়। যে কোনো কিছু হতে পারে। তবে, জয়টা হতে পারে আমাদের জন্য অনেক ভালো কিছুর একটা অতি প্রয়োজনীয় উপাদান।’

এনরিকে বিশ্বাস করেন, এই ম্যাচটা এমন যে, এটাই হয়তো শিরোপা নির্ধারণ করে দেবে। এনরিকে বলেন, ‘এই ম্যাচই হয়তো শিরোপা নির্ধারণ করে দেবে। এ কারণে এটা আমাদের জন্য ফাইনাল। ম্যাচের পরই হয়তো সবাই বুঝতে পারবে আমি কী বোঝানোর চেষ্টা করছি। হেরে গেলে, সুক্ষ হিসেবেও আমাদের সম্ভাবনা শেষ হয়ে যাবে। কারণ, কেউ তো আমাদেরকে শিরোপা উপহার দিয়ে দেবে না।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।