অ্যাটলেটিকো মাদ্রিদকেই পেল রিয়াল


প্রকাশিত: ১১:০৭ এএম, ২১ এপ্রিল ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। আর তাতে সব জল্পনা-কল্পনার অবসান হলো। চার সেমিফাইনালিস্ট পেয়ে গেছে তাদের প্রতিপক্ষ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেল নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকেই। বলার অপেক্ষা রাখে না, মোনাকো লড়বে জুভেন্টাসের বিপক্ষে।

অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে কিছুটা ভয়ে ছিলেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন! সেমির লড়াইয়ে দিয়েগো সিমিওনের দলকে এড়াতে চেয়েছিলেন তিনি। তার মনের বাসনা পূরণ হয়েছে। শেষ চারের লড়াইয়ে তাই অ্যাটলেটিকো-পরীক্ষা দিতে হচ্ছে না জুভিদের। ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে খেলবে ইতালিয়ান জায়ান্টরা।

অপরদিকে ফাইনালের আগেই যেন আরেক ‘ফাইনাল’। অর্থাৎ গত মৌসুমের দুই ফাইনালিস্ট রিয়াল ও অ্যাটলেটিকো এবার সেমির লড়াইয়ে মুখোমুখি হবে। দুইবার ফাইনালে গিয়ে রিয়ালের কাছে হেরে যায় অ্যাটলেটিকো। ২০১৪ ও ২০১৬ সালে। এবার হয়তো সেমিতেই সেই হারের প্রতিশোধটা নিতে চাইবে সিমিওনে বাহিনী।

প্রসঙ্গত, রিয়াল ও মোনাকো নিজেদের মাঠে প্রথম ম্যাচে প্রতিপক্ষকে স্বাগত জানাবে। শেষ চারের প্রথম লেগ মাঠে গড়াবে ২ ও ৩ মে। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ৯ ও ১০ মে।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।