সম্ভাব্য সেরা দলই হয়েছে : মাশরাফি


প্রকাশিত: ০৩:১০ পিএম, ২০ এপ্রিল ২০১৭

নির্বাচকরা যখন আজ সকাল ১১টায় শেরে বাংলার প্রেস কনফারেন্স হলে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করছিলেন, তখন তিনি খেলছিলেন বিকেএসপি তিন নম্বর মাঠে।

খেলা শেষে বিকেএসপিতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দল নিয়ে কথা বলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জানালেন তার সন্তুষ্টির কথা। তার কাছে প্রথম প্রশ্ন ছিল, দল কেমন হলো?

টাইগার অধিনায়কের অনুভব, সম্ভাব্য সেরা দলই হয়েছে, ‘আমার মনে হয় সবাই ভেবেচিন্তেই দল করেছে। একটু আগে দল দেখলাম। সম্প্রতি যারা খেলেছে, তারাই আছে। নাসির ঢুকেছে। সবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে।’

দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বাকি কাজটা নিজেদের কাঁধে রেখেছেন মাশরাফি। তিনি বলেন, ‘জায়গামত কাজটা ক্রিকেটারদের। আসল কথা সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে।’

সাসেক্সের প্রস্তুতি আয়ারল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতোটা প্রভাব ফেলতে পারে?

এ প্রশ্নের জবাবে মাশরাফির ব্যাখ্যা, ‘আয়ারল্যান্ডে এখন ঠাণ্ডা আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু ভিন্ন হতে পারে। অনেক দিন পর ওই ধরনের কন্ডিশনে খেলবো। আমার মনে হয় প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতোটা কেমন খেলতে পারি, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে।’

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।