রাতে চীন যাচ্ছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে এর আগে জাপান সফর করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার কৃষ্ণা-সানিজদারা যাচ্ছে চীন। দেশটির জিয়াং সাউথ ওয়েস্ট সিটিতে বাংলাদেশের মেয়েরা ৫ টি প্রস্তুতি ম্যাচ খেলবে। তিন ম্যাচে প্রতিপক্ষ চীন ফুটবল অসোসিয়েশনের অনূর্ধ্ব-১৫ দল, অন্য দুইটির প্রাদেশিক দল।

চীন ফুটবল অসোসিয়েশনের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে ম্যাচ তিনটি ২২, ২৪ ও ২৬ এপ্রিল এবং অন্য দুটি ২৩ ও ২৫ এপ্রিল। বাংলাদেশের ৩০ সদস্যের দলটি আজ (বুধবার) গভীর রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল
মাহমুদু আক্তার, রুকশানা বেগম, উম্মে হাফসা রুমকি, মাসুরা পারভীন, নার্গিস খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম, জোসনা, নিলুফার ইয়াসমিন নিলা, অনাই মোগিনি, নাজমা, মিশরাত জাহান মৌসুমী, মারজিয়া, সানজিদা আক্তার, মনিকা চাকমা, ইসরাত জাহান রত্না, তহুরা খাতুন, আঁখি খাতুন, রাজিয়া খাতুন, সুলতানা, মারিয়া মানডা, কৃষ্ণা রানী সরকার, অনুচিং মারমা এবং সিরাত জাহান স্বপ্না।

কর্মকর্তা : টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক্যাল ডাইরেক্টর : পল স্মলি, কোচ: গোলাম রাব্বানী ছোটন, সহকারী কোচ: মাহবুবুর রহমান লিটু, গোলরক্ষক কোচ রায়ান স্যান্ডফোর্ড, মিডিয়া ম্যানেজার: আহসান আহমেদ অমিত, ফিজিও থেরাপিস্ট: রেবেকা সুলতানা।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।