নেইমারের বিশ্বাস, আজও জিতবে বার্সা


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। এই লেগে তারা জয় পায় ৬-১ ব্যবধানে। দুই লেগ লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বার্সা।

এবার আরও একটি অগ্নিপরীক্ষার সামনে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের ম্যাচে আজ রাত পৌনে ১টায় জুভেন্টাসের মুখোমুখি হবে লুইস এনরিকের দল। প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল বার্সা। আজ ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে মাঠে নামবে স্প্যানিশ ক্লাবটি।

এদিকে নেইমারের বাবা জানালেন, জুভেন্টাসের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারবে বার্সা। জয় হবে কাতালানদেরই। পিএসজির বিপক্ষে ম্যাচের আগে নেইমারকে তিনি বলেছিলেন, সেরাটা দিতে পারলে বার্সাই জিতবে। হয়েছেও ঠিক তা-ই। নেইমারের বিশ্বাস, আজও জিতবে বার্সা।

নেইমার বললেন, ‘পিএসজির বিপক্ষে ম্যাচে বাবা বলেছিলেন, বার্সা ঘুরে দাঁড়াবে। সে কথা আমার মাথায় আছে। এটাই সত্য। আমাদের সামনে প্রতিপক্ষ ভিন্ন। তবে বার্সা আছে আগের মতোই। আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।