নির্বাচন বর্জন বিএনপির পূর্বপরিকল্পিত : হানিফ
সিটি নির্বাচন বর্জন বিএনপির পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার বিএনপি ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন বর্জন ঘোষণা দেয়ার পর এক জরুরী সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে ইঙ্গিত করে হানিফ বলেন, একটি ইস্যু তৈরির জন্যই তিনি (খালেদা জিয়া) এ কাজ করেছেন। নির্বাচন বয়কট করবেন, প্রত্যাখ্যান করবেন, এটা তার (খালেদা জিয়া) পূর্বপরিকল্পিত।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের কারণ হিসেবে তারা (বিএনপি) যে অভিযোগ করছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভোট বর্জনের এ ঘোষণা দেন তিনি। এ সময় দলটির ইলেকশন মনিটরিং টিমের সদস্যরাসহ ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।
অন্যদিকে সকাল সোয়া ১১টায় কেন্দ্র দখল, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম। একই সঙ্গে রাজনীতি থেকে অবসরেরও ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা।
আরএস/এমএস