তামিমের বিদায়


প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৮ এপ্রিল ২০১৫

বিরতি থেকে ফিরেই বিদায় নিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ইয়াসির শাহ এর বলে আউট হওয়ার আগে টাইগার এই ওপেনার করেন ২৫ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভার শেষে ১ উইকেটে ৫৫ রান।

এর আগে পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট নামে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল আর ইমরুল কায়েস। পানি পানের বিরতির আগ পর্যন্ত সতর্ক অবস্থায় ব্যাট করে এই দুই ওপেনার। বাংলাদেশের পক্ষে এই ম্যাচে অভিষেক হয়েছে সৌম্য সরকার আর মোহাম্মদ শহীদের।

টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে পাকিস্তান। ১৯৫২ সালে প্রথম টেস্ট খেলা পাকিস্তানের পাশে আছে ৩৯২টি ম্যাচ। এর প্রায় অর্ধশতাব্দী পর ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ খুলনায় ৮৮তম টেস্ট নামছে। র্যা ঙ্কিংয়েও বাংলাদেশের (নবম) চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান (চতুর্থ)। টেস্ট ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের তো জয়জয়কার। আটটি ম্যাচের প্রতিটিতেই হার মেনেছে বাংলাদেশ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।