চ্যাম্পিয়ন্স লিগে রামোসের নতুন মাইলফলক


প্রকাশিত: ০৩:০০ এএম, ১৯ এপ্রিল ২০১৭

ঘরের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিককে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার নতুন মাইলফলক স্পর্শ করলো সার্জিও রামোস।

২০০৫ সালে ২৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে সেভিয়া থেকে রিয়ালে পাড়ি দেন রামোস। এরপর থেকেই হয়ে ওঠেন দলের মূল ভরসা। ২০১৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রামোসের কল্যাণেই শিরোপা জেতে রিয়াল। ২০১৬ সালের ফাইনালেও একই প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে ওঠে দলকে শিরোপা জিততে সাহায্য করেন।

রিয়াল মাদ্রিদের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন রামোস। এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তী রবার্তো কার্লোস, রাউল গঞ্জালেস ও ইকার ক্যাসিয়াস এ মাইলফলক স্পর্শ করেন। রিয়াল ছেড়ে পোর্তোতে যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের ১৫২ ম্যাচে মাঠে নামেন ক্যাসিয়াস। আর কার্লোস ১০৯ ও রাউল ১৩২ টি ম্যাচ খেলেন।

উল্লেখ্য, স্প্যানিশ জায়ান্ট দলটির হয়ে এখন পর্যন্ত ১৩টি শিরোপা জিতেছেন রামোস। যেখানে রয়েছে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।