বিসিবি পরিচালক টিংকু মারা গেছেন


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির সভাপতি নাজমুল করিম টিংকু (৫৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নেয়ার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরের নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নাজমুল করিম টিংকুর আত্মীয় ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াহিদ খান রাজ জাগো নিউজকে বলেন, নাজমুল করিম টিংকু দুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কোনো উন্নতি না হলে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বেলা ৩টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলে বিমানবন্দরে পৌঁছেই তার মৃত্যু হয়।

নাজমুল করিম টিংকু কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি এবং কলাবাগান ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক ছিলেন।

এফএইচএস/আরএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।