মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দিচ্ছেন
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টায়। কেন্দ্রগুলোতে ভোট দিতে আসতে শুরু করেছেন ভোটাররা। ঢাকার মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন তা নিয়ে ভোটারদের বেশ আগ্রহ রয়েছে।
বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সকালে ভোট দেবেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ভোট দেবেন মানারত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে।
উত্তরের আরেক প্রার্থী বিকল্পধারার মাহী বি চৌধুরী ভোট দেবেন বারিধারা পার্ক রোডের একটি কেন্দ্রে। আর গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি ভোট দেবেন মগবাজারের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজে।
তেজগাঁও নাখালপাড়া হোপ স্কুল কেন্দ্রে সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী, চরমোনাই পীরের সমর্থিত মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রামপুরা একরামুন্নেচ্ছা স্কুল এন্ড কলেজে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
এদিকে, ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ভোট দেবেন নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ভোটাধিকার প্রয়োগ করবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।
আর, সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশীদ ফিরোজ সেগুনবাগিচা গালর্স স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এআরএস/আরআই