মঙ্গলবার মুখোমুখি হচ্ছে আবাহনী-বেঙ্গালুরু


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

দুই দলের সামনে দুই রকম লক্ষ্য। ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসির সামনে এএফসি কাপের গ্রুপ পর্বে হ্যাটট্রিক জয়ের হাতছানি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবাহনীর লক্ষ্য ঘুরে দাঁড়ানো। দুই দেশের দুই জায়ান্ট এমন সমীকরণ নিয়ে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় । 

ভাঙ্গাচোরা দল নিয়ে আবাহনী প্রথম দুই ম্যাচে হেরেছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব আর ভারতের মোহনবাগানের কাছে। দুই ম্যাচে হারের পর মঙ্গলবার আরো কঠিন প্রতিপক্ষকের সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

বেঙ্গালুরু এফসি প্রথম দুটি ম্যাচই জিতেছে। প্রথম ম্যাচে এএফসি কাপের বর্তমান রানার্সআপরা মোহনবাগানকে ২-১ ব্যবধানে হারানোর পর মাজিয়ার বিপক্ষে জেতে ১-০ গোলে। আবাহনীকে হারাতে পারলে তারা অনেকটাই এগিয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে। আবাহনী জিতলে সম্ভাবনার আলো জ্বলে উঠবে মিটমিট করে।

দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচেও আবাহনী পাচ্ছে না তাদের অভিজ্ঞ ডিফেন্ডার ঘানাইয়ান সামাদ ইউসুফকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় ভিসার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। ভিসা না পাওয়ায় এর আগে কলকাতায়ও যেতে পারেননি সামাদ। বাবার মৃত্যুর কারণে আরেক মিডফিল্ডার প্রাণতোষ দাসও জাননি বেঙ্গালুরু।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।