নিষেধাজ্ঞা থেকে ফিরে আশরাফুলের মুখোমুখি তামিম


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আবাহনীর হয়ে গত আসরের ভুলের খেসারতটা এবার প্রথম ম্যাচে মোহামেডানের হয়ে দিতে হয়েছে তামিম ইকবালকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামীকাল প্রথম এবারের লিগে মাঠে নামছেন তিনি। প্রথম দিনেই তার প্রতিপক্ষ নিষেধাজ্ঞা থেকে ফেরা আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সাভারের বিকেএসপিতে আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে লড়বে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আশরাফুল আর তামিম ইকবালের মধ্যে অতীত সম্পর্কে কিছুটা তিক্ততা রয়েছে। ২০১১-১২ মৌসুমে আশরাফুলের উপর চড়াও হয়েছিলেন তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়ার ম্যাচ চলার সময় ওল্ড ডিওএইচএসের ক্রিকেটার ফয়সাল হোসেনের এলবিডব্লিউ আউট নিয়ে আপত্তি তোলেন সতীর্থরা। অধিনায়ক আশরাফুল বিষয়টা মাঠের আম্পায়ার আনিসুর রহমানের নজরে আনতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তামিম। একপর্যায়ে আশরাফুলের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি।

এরপর আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। এমনকি পরে আশরাফুলের কাছে ক্ষমাও চেয়েছিলেন তামিম। এরপর জাতীয় দলে এক কাতারে থেকে ক্রিকেট খেলেছেন। এমনকি ঘরোয়া ক্রিকেটেও মোকাবেলা হয়েছে তাদের।

তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে ফিরে এসে ফিক্সিং নিষেধাজ্ঞা থেকে ফেরা আশরাফুলের সঙ্গে লিগে তামিমের প্রথম দিনেই মুখোমুখি হওয়ার কারণেই ফিরে আসে আগের সেই প্রসঙ্গ। এ কারণে কাল বিকেএসপিতে বাড়তি নজরই থাকবে ম্যাচটির উপর। প্রথম রাউন্ডের ম্যাচে দু’জনের দলই হেরে কিছুটা ব্যাকফুটে। তাই প্রথম জয় পেতে মরিয়াও দুই দলই।

এদিকে মঙ্গলবার দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মোকাবেলা করবে প্রথম বিভাগ থেকে উঠে আসা খেলাঘর। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।