চেলসিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল ম্যানইউ


প্রকাশিত: ০২:৫৪ এএম, ১৭ এপ্রিল ২০১৭

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশা হয়তো নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। চেলসির সঙ্গে তাদের ব্যবধান অনেক বেশি, ১৫ পয়েন্টের। তবে শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে পারলে একটা বৃত্ত পূরণ হবে ম্যানইউর। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে জমজমাট আসর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকছে। হোসে মরিনহোর দল সে পথেই হাঁটছে!

রোববার রাতে চেলসিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল ম্যানইউ। এই জয়ের ফলে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মনিরহোর দল। ৩১ ম্যাচ খেলে রেড ডেভিলসরা ঝুলিতে জমা করেছে ৬০ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ বেশি খেলেছে; সিটিজেনদের নামের পাশে রয়েছে ৬৪ পয়েন্ট।

এদিকে ম্যানইউর কাছে হারলেও টেবিলের শীর্ষেই আছে চেলসি। ৩২ ম্যাচ শেষে অ্যান্টোনিও কোন্তের দলের পুঁজি ৭৫। সমসংখ্যক ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে টটেনহামের অবস্থান দ্বিতীয়। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে লিভারপুল।

ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা। স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা তো ছিলই। তার ওপর শুরু থেকে ম্যানইউর ফরোয়ার্ডরা আক্রমণের মহড়া বসান। ফল পেতে সময় লেগেছে ৭ মিনিট। অর্থাৎ ম্যাচের সপ্তম মিনিটেই স্বাগতিকরা লিড পেয়ে যায়। উঠতি তারকা মারকাস রাশফোর্ডের কল্যাণে। আন্দার হেরেরার বাড়িয়ে দেয়া বলটি দারুণ দক্ষতায় চেলসির জালে জড়ান ১৯ বছর বয়সী রাশফোর্ড (১-০)।

ম্যানইউ দ্বিতীয় গোলটি পেয়েছে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। এ যাত্রায় অন্যকে দিয়ে নয়, নিজেই গোল করলেন হেরেরা। ম্যাচের ৪৯ মিনিটের মাথায় দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন ম্যানইউ তারকা (২-০)।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।