যুবকদের মাদকমুক্ত রাখতে আফ্রিদি ফাউন্ডেশনের উদ্যোগ


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

যুবকদের সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছে মাদক। আর যুবকদের মাদকমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে কোহাতে একটি খেলার মাঠ তৈরি করছে এই ফাউন্ডেশন।

কোহাতে সাধারণত অল্প খরচে মাদক কেনা যায়। যে কারণে যুবকরা হয়ে পড়ছে মাদকাসক্ত। এই অন্ধকার জগৎ থেকে তরুণ প্রজন্মকে আলোর পথ দেখানোর জন্যই বিশেষ এই উদ্যোগ নিয়েছে আফ্রিদি ফাউন্ডেশন। উদ্দেশ্য- মাদক ছেড়ে যুবকরা যেন খেলাধুলায় মনোযোগী হয়।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সময়ই আফ্রিদি তার ফাউন্ডেশনের কথা উল্লেখ করেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলাম। দেশের জন্য আমি আন্তরিকভাবে এবং পেশাদারিত্বের সঙ্গেই খেলেছি। এখন আমার কাছে আমার ফাউন্ডেশন (আফ্রিদি ফাউন্ডেশন) অনেক বেশি গুরুত্বপূর্ণ। ’

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি খেলে ১৪০৫ রান করেছেন আফ্রিদি; বল হাতে নিয়েছেন ৯৭ উইকেট। ৩৯৮টি ওয়ানডে খেলে নামের পাশে যোগ করেছেন ৮০৬৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস ১২৪। একদিনের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৯৫টি। ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন আফ্রিদি। রান করেছেন ১১৭৬। সর্বোচ্চ স্কোর ১৫৬। উইকেট দখলে নিয়েছেন ৪৮টি।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।