ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মাঠে গড়াবে ১২ মে


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

নতুন ফুটবল মৌসুমের দলবদল শুরু হয়েছে ১ এপ্রিল। তবে গত ১৫ দিনে একজন খেলোয়াড়রও নিবন্ধন করায়নি কোনো ক্লাব। ৩০ এপ্রিল শেষ হবে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম।

এই প্রথম পেশাদার লিগের দুই স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল শুরু হয়েছে একই সঙ্গে। শেষ হওয়ার কথাও ছিল একই সঙ্গে। তবে শনিবার পেশাদার লিগ কমিটির সভায় চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের সময় ১৫ দিন বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত নেয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়েছে ১২মে ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মাঠে গড়ানোর। প্রিমিয়ার লিগের ১২ ক্লাব নিয়ে আয়োজন করা হবে ফেডারেশন কাপ। শেষ হবে ২৭মে। ফেডারেশন কাপ শেষ হওয়ার দুই সপ্তাহ পর ১২ জুন শুরু হবে প্রিমিয়ার লিগ।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।