সানরাইজার্সের একাদশে নেই মোস্তাফিজ, নেই সাকিবও


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৫ এপ্রিল ২০১৭

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ থেকে বাদ পড়লেন গত আসরে অপরিহার্য পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই খুব খরুচে বোলার ছিলেন মোস্তাফিজ। ২.৪ ওভার বল করে কোনো উইকেট তো নিতেই পারেননি। উল্টো রান দিয়েছেন ৩৪টি। ১২.৭৫ করে। সবচেয়ে খরুচে বোলার তিনি। সুতরাং কলকাতা ইডেন গার্ডেনে স্বাগতিক ক্লাব কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একাদশে আর জায়গা পেলেন না মোস্তাফিজ।

শুধু তাই নয়, আবারও উপেক্ষার শিকার হলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা থেকে সিরিজ শেষে করে সোজা ভারত উড়ে যান সাকিব। যোগ দেন কেকেআরের সঙ্গে। এরপর টানা তৃতীয় ম্যাচে সাইড লাইনে বসে থাকতে হচ্ছে সাকিবকে।

Braver

সানরাইজার্সের একাদশে এসেছে আরও এক পরিবর্তন। আগের ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল বিপুল শর্মাকে। নেয়া হয়েছিল বিজয় শঙ্করকে। আজ বিজয় শঙ্করকে বাদ দিয়ে নেয়া হয়েছে বিপুল শর্মাকে। পরিবর্তন এসেছে কেকেআরের একাদশেও। পিযুষ চাওলার পরিবর্তে নেয়া হয়েছে কুলদ্বীপ যাদবকে।

কেকেআর একাদশ : সুনিল নারিন, গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মানিষ পান্ডে, ইউসুফ পাঠান, সুর্যকুমার যাদব, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, কুলদ্বীপ যাদব, উমেষ যাদব, ট্রেন্ট বোল্ট।

সানরাইজার্স একাদশ : ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিক্স, যুবরাজ সিং, দ্বীপক হুদা, বেন কাটিং, নোমান ওঝা, ভুবনেশ্বর কুমার, বিপুল শর্মা, রশিদ খান, আশিস নেহরা।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।