ফিফটি দিয়েই ফিরলেন কোহলি


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ইনজুরিতে পড়েন। তারপর আর মাঠে ফেরা হয়নি বিরাট কোহলির। আইপিএলের শুরুর দিকে ছিলেন না। তাকে ছাড়াই তিনটি ম্যাচ খেলে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিয়মিত অধিনায়ক কোহলিকে পেয়েছে রানার্স-আপ দলটি।

আর ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন কোহলি। বেঙ্গালুরু অধিনায়ক ফিরলেন ফিফটি দিয়েই। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছেন ৬২ রানের ইনিংস। তার ৪৭ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও দুটি ছক্কায়। মিচেল ম্যাকক্লেনেঘানের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে কোহলি ফিরেছেন সাজঘরে।

Braver

কোহলির ফিফটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৪২ রান তুলেছে বেঙ্গালুরু। জয়ের জন্য মুম্বাইয়ের সামনে ১৪৩ রানের টার্গেট ছুড়ে দিয়েছে কোহলির দল।

প্রসঙ্গত, আইপিএলের শেষ আসরটা স্বপ্নের মতো কেটেছে কোহলির। ১৬ ম্যাচে ৪টি সেঞ্চুরিসহ তার ব্যাট থেকে আসে ৯৭৩ রান।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।