সমবায় অঙ্গনে দুর্নীতিবাজদের স্থান নেই : রাঙ্গা


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

সমবায় অঙ্গনে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। রোববার সমবায় ভবনে বাংলাদেশ সমবায় একাডেমি কর্তৃক সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।

সমবায় খাতের বন্ধ্যাত্ব দূর ও হৃত গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমবায় কর্মকর্তা-কর্মচারীসহ সকল সমবায়ীকে যুযোপযোগী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের প্রতি আরো গুরুত্ব দিতে হবে। সমবায় নিবন্ধক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদের হোসেন লিপু।

মসিউর রহমান রাঙ্গা আরো বলেন, বর্তমান সরকার সমবায় অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটালাইজড করেছে। এ সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক তথ্য প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হবে। পরে প্রতিমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত সমবায় অধিদপ্তর ও মাঠ পর্যায়ের ৫০ জন কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।