ঢাকাবাসীর কাছে আমার হক বেশি : সাঈদ খোকন


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন বলেছেন, ‘আমি ঢাকার সন্তান। আমার অাদিপুরুষও ঢাকার। এ কারণে ঢাকাবাসীর নিকট আমার অধিকার বেশি’।

রোববার সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষদিনে গণসংযোগ শেষে সন্ধ্যা ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘আমি এ সরকারের আমলে কোনো ব্যবসা-বাণিজ্য করিনি। দলকে ব্যবহার করিনি। দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মেয়র নির্বাচিত হলে নগর ভবনকে দুর্নীতি ও দলীয়মুক্ত রাখবো। আর সিটি নির্বাচনে জনগণ যে রায় দেবে, তাই মেনে নেবে নেবো’।
 
তিনি বলেন, ‘জনসংযোগ চলাকালে অনেকে আমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছেন। আমি কারো বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, প্রতিদ্বন্দ্বীর নামও নেইনি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন। তিনি মুরুব্বি, মুরুব্বিদের নাম নেওয়াও আমাদের রীতিতে নেই’।

সাঈদ খোকন বলেন, ‘অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ দিলেও আমি সহ্য করেছি, ধৈর্য ধরেছি। মেয়র নির্বাচিত হলেও এমন ধৈর্যের পরিচয় দেব। দলমত নির্বিশেষে সকল নাগরিককে সম্মান করে চলবো। কারণ আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমরা প্রতিহিংসার রাজনীতি কি তা জানি না। আমরা জানি রাজনীতিতে সম্মান পেতে হলে অন্যকে সম্মান দিতে হয়। নির্বাচিত হলে নাগরিককে সেই সঠিক মর্যাদা ও সম্মানই দেবো’।

তিনি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাই নিরাপদ থাকবেন জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘নির্বাচনী মাঠে আমার অন্যতম প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস চাচা। কিন্তু তার স্ত্রী আফরোজা চাচী আমার বাসায় এসেছিলেন। আমার বাসাকেই তিনি বেশি নিরাপদ মনে করেন। ফলে বিরোধী দলীয় নেতাকর্মীরাও আমার কাছে নিরাপদ। আমার বাবা মোহাম্মদ হানিফ ৯ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। আমি খুব কাছ থেকেই দেখেছি তিনি (মোহাম্মদ হানিফ) কিভাবে মানুষের কাছে যেতেন ও ভালবাসতেন। বাবার প্রশাসনিক দক্ষতা দেখারও সুযোগ হয়েছে আমার’।

‘বাবার কাছ থেকে পাওয়া আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়েই রাজনীতির মাঠে পথ চলা শুরু করেছি’। যোগ করেন সাঈদ খোকন।  
 
আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী আরো বলেন- ‘রাজনীতিতে গণতন্ত্রে বিভাজন আছে। কিন্তু উন্নয়নে কোনো বিভাজন নেই। নির্বাচিত হলে উন্নয়নের স্বার্থে সকলের দ্বারে দ্বারে যাবো। ঢাকার জন্য নিজেকে উৎসর্গ করবো’।

এছাড়া নির্বাচিত হলে ‘ঢাকা ডায়লগ’-এরও আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান সাঈদ খোকন।

এসময় আ ফ ম বাহাউদ্দীন নাসিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মোজাম্মেল হক এমপিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।