সুয়ারেজের প্রশংসা করলেন ফিফা সম্পাদক


প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০২ জুলাই ২০১৪

প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দেয়ার ঘটনায় ক্ষমা চাওয়ায় উরুগুয়ের তারকা খেলোয়াড় বিতর্কিত লুইস সুয়ারেজের প্রশংসা করেছেন ফিফা সাধারণ সম্পাদক জেরোমে ভেলচে। এই কামড় দেয়ার অপরাধে বিশ্বকাপ থেকে সুয়ারেজকে বহিষ্কার করেছে ফিফা। ব্রাজিলিয়ান টেলিভিশন স্পোর্টটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে ফরাসি ভেলচে বলেন, ২৪ জুন গ্রুপ পর্বের খেলায় ইতালির গিওর্গিও চিয়েলিনিকে ইচ্ছে করে কামড় দেননি বলে সুয়ারেজ ক্ষমা চেয়েছেন। তিনি ক্ষমা চেয়েছেন, এটা খুবই ভালো। ইচ্ছাকৃত নয় দুর্ঘটনাবশত ঘটেছে বলে স্বীকারও করেছেন সুয়ারেজ।

 

প্রতিপক্ষের খেলোয়াড়কে তৃতীয়বার কামড় দেয়ায় অপরাধী প্রমাণিত হওয়ায় সুয়ারেজের পেশাদারি সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেন ভেলচে। তবে তার এমন ক্ষমা চাওয়ায় সুয়ারেজের আবেদনে কতটা প্রভাব পড়বে সে বিষয়ে কোন মন্তব্য করেননি ফিফা সাধারণ সম্পাদক। সুয়ারেজকে ফিফা রেকর্ড নয়টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা ছাড়াও চার মাস সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ও বিশাল অংকের আর্থিক জরিমানা করে। ভেলচে বলেন, তার আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া চলছে এবং বিচারে সন্তুষ্ট না হলে সুয়ারেজ সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএসএ) মামলাটি নিতে পারবেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।