পাঞ্জাবের বিপক্ষে একাদশে ফিরছেন সাকিব
দলের সঙ্গে ছিলেন শুরু থেকেই। তবে প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পাননি সাকিব। সব ঠিক থাকলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়েই আইপিএলের চলতি আসরে মাঠে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পায় কলকাতা। তাই এ ম্যাচে সাকিবের একাদশে ফেরার সম্ভাবনা জোরালো। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন পেসার উমেশ যাদব। তবে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ‘হার্ডহিটার’ ক্রিস লিনকে হারিয়ে বড় এক ধাক্কাই খেয়েছে কেকেআর।
পাঞ্জাব শিবিরে কোনো ইনজুরি উদ্বেগ নেই। মোহিত শর্মার জায়গায় ইশান্ত শর্মা বিবেচনায় আসতে পারেন। কিন্তু, নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচই জেতায় আগের একাদশ অপরিবর্তিত থাকতে পারে।
কলকাতা একাদশ (সম্ভাব্য): গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, সুরিয়াকুমার যাদাব, ক্রিস উকস, সুনীল নারিন, কুলদিপ যাদব, উমেশ যাদব / পিয়ুস চাওলা, ট্রেন্ট বোল্ট।
পাঞ্জাব একাদশ (সম্ভাব্য): হাশিম আমলা, মানান ভোহরা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মার্কাস স্টয়নিস, আক্সার প্যাটেল, মোহিত শর্মা, সন্দীপ শর্মা, বরুন অ্যারন, থাঙ্গারাসু নাতারাজন।
এমআর/পিআর