হার দিয়ে শুরু মোস্তাফিজের


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ১৩ এপ্রিল ২০১৭

আইপিএলের চলতি আসরে প্রথমবার মাঠে নেমেই হারের স্বাদ পেল মোস্তাফিজ। ঘরের মাঠে টানা দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পর তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরে গেছে সানরাইজার্স হায়দরাবাদ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার ওয়ার্নার ও ধাওয়ান। দুইজনে মিলে গড়েন ৮১ রানে জুটি। এরপর ব্যক্তিগত ৪৯ রানে ওয়ার্নার বিদায় নিলে শুরু হয় ছন্দপতন। ১০৫ রানে দীপক হুদা ও ১১৪ রানে শিখর ধাওয়ান (৪৮) আউট হওয়ার পর শেষ দিকে আর কেউ দাঁড়াতে না পারলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে হায়দরাবাদ।

Braver

 

হায়দবাদের দেওয়া ১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন নিতিশ রানা। এছাড়া পার্থিব প্যাটেল ৩৯ ও ক্রুনাল পান্ডিয়া করেন ৩৭ রান। এদিকে প্রথমবার মাঠে নেমেই বল হাতে ব্যর্থ মোস্তাফিজ। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই তারকা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।