ব্রাদার্স ছেড়ে মোহামেডানে নইমুদ্দিন!


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১২ এপ্রিল ২০১৭

ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে যেভাবে কথা চলছিল সৈয়দ নইমুদ্দিনের তাতে ভারতের এ বর্ষিয়ান ফুটবল কোচের এখন থাকার কথা ছিল গোপীবাগের ক্লাবটিতে। কিন্তু বুধবার সকালে নইমুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খান অবাকই হয়েছেন। সব ঠিকঠাক থাকার পরও ব্রাদার্সের দায়িত্ব নেবেন কিনা তা জানাতে আরো সময় চেয়েছেন বাংলাদেশ ও ভারত জাতীয় দলের সাবেক এ কোচ। সময় নেয়ার কারণও জানা গেছে, নইমুদ্দিন এখন যোগাযোগ রক্ষা করে চলছেন মোহামেডানের সঙ্গে। সর্বশেষ যে খবর তাতে এবার কমলা জার্সিধারীদের পরিবর্তে নইমুদ্দিনকে দেখা যেতে পারে সাদা-কালোদের ডাগআউটে।

বুধবার বিকেলে ব্রাদার্সের ম্যানেজার আমের খান অনেকটা হতাশার সুরেই বললেন, ‘উনি (নইমুদ্দিন) এখন গাঁইগুঁই করছেন। তিনি যদি আরো ভালো প্রস্তাব পান তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তার সঙ্গে আমাদের অন্যরকম সম্পর্ক। কিন্তু তিনি আমাদের ঝুলিয়ে রাখছেন। মঙ্গলবারের মধ্যে এসে তার অনুশীলন শুরু করার কথা ছিল। অথচ সকালে ফোন করলাম, বললেন রাতে জানাবো। এখন রাতের অপেক্ষায় আছি।’

মোহামেডানের সঙ্গে কী কথা হয়েছে নইমুদ্দিনের? ‘তা তো জানি না। তবে তিনি আমাকে বলেছেন, মোহামেডানের বিষয়ে কোনো একজনের সঙ্গে কথা বলেছেন। কার সঙ্গে বলেছেন, তা বলছেন না’-জানান আমের খান। বাংলাদেশ ও ভারতের সাবেক কোচ নইমুদ্দিনের সঙ্গে কথাবার্তা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিডেটের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া বলেছেন, ‘কথাবার্তা চলছে। তবে কোনো কিছুই চূড়ান্ত নয়।’

মোহামেডান এ মৌসুমে কোচ নিয়োগ দিয়েছিলো ক্লাবের সাবেক ফুটবলার আবদুল কাইয়ুম সেন্টুকে। তার কোচিংয়েই সাদা-কালোরা খেলেছে মাগুরার বঙ্গবন্ধু কাপ ও চট্টগ্রামে শেখ কামাল ক্লাব কাপে। যদি নইমুদ্দিনকে নিয়ে আসেই মোহামেডান তাহলে সেন্টুর কী হবে? ক্লাবের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছে, ‘নইমুদ্দিন দায়িত্ব নিলে স্বাভাবিকভাবেই সেন্টু হবেন তার সহকারী। এমন কি অন্য বিদেশি কোচ আনলেও। আমরা একজন বিদেশি কোচই আনবো। সেন্টু চাইলে সহকারী হিসেবে কাজ করতেই পারেন।’

আরআই/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।