ফের বন্ধ হলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৬ এপ্রিল ২০১৫

ফের বন্ধ করে দেয়া হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার দুপুরে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বন্ধ করে দেয়া হয় বিমানবন্দরটি। এদিকে বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ফিরে এসেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

এর আগে শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শনিবার দুপুরে নেপালসহ উপমহাদেশজুড়ে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ইতোমধ্যে প্রায় দুই হাজার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভূকম্পনের আঘাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কাঠমান্ডু। খবর বিসিসি ও দ্য নিউ ইয়র্ক টাইমস।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।