ছয় পেসার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ


প্রকাশিত: ১০:০৭ এএম, ১২ এপ্রিল ২০১৭

শ্রীলঙ্কায় দারুণ সাফল্য পাওয়ার পর টাইগারদের মিশন এবার আয়ারল্যান্ডে। সেখানে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্ট শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ড উড়ে যাবে দলটি। আর এ দুটি সফরকে লক্ষ্য রেখে আগামী ১৯ এপ্রিল দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেখানে একজন বাড়তি পেসার নিয়ে মোট ছয় পেসার নিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বুধবার সাভারের বিকেএসপিতে বাংলাদেশ দল নিয়ে নান্নু বলেন, ‘আমরা আগামী ১৯ এপ্রিল চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করব। তবে দলে তেমন কোনো পরিবর্তন না থাকলেও কন্ডিশনের কথা বিবেচনা করে একজন বাড়তি পেসার ও একজন অভিজ্ঞ ব্যাটসম্যান দলে নেয়ার ভাবনা রয়েছে।’

সম্প্রতি শ্রীলঙ্কায় পাঁচ পেসার নিয়ে গিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির সঙ্গে ছিলেন তাসকিন আহেমদ, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায় ও রুবেল হোসেন। তবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের উইকেট সিমিং হওয়ার কারণে আরও একজন পেসারের তাগিদ অনুভব করছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাদের বিবেচনায় শফিউলকে রেখেছেন। এছাড়াও পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকেও বিবেচনায় রেখেছেন বলে জানান নান্নু।

আরটি/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।