ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৬ এপ্রিল ২০১৫

গ্রানাডায় সিরিজের ২য় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে বড় জয় দিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড।ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।

এর আগে জেমস অ্যান্ডারসন ও মঈন আলীর দুর্দান্ত বোলিংয়ে ২য় ইনিংসে ৩০৭ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। আগের দিনের ২ উইকেটে ২০২ রানের স্কোর নিয়ে ৫ম দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান ব্রাথওয়েটের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান অভিজ্ঞ চন্দরপল ও স্যামুয়েলস। ইংলিশদের বোলিং তোপে স্বাগতিক অধিনায়ক রামদিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

এরপর টেল এন্ডাররাও ব্যর্থ হলে শেষ দিনে মাত্র ১০৫ রান যোগ করে ৩০৭ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জেমস অ্যান্ডারসন নেন ৪ উইকেট। ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২ রানেই ট্রটের উইকেট হারায় ইংল্যান্ড।

কিন্তু এরপর আর কোনও অঘটন হয়নি।অধিনায়ক কুকের ৫৯ ও গ্যারী ব্যালান্সের অপরাজিত ৮১ রানে, ৯ উইকেট হাতে রেখেই জয় পায় সফরকারীরা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।