চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছাদূত হাবিবুল বাশার


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১২ এপ্রিল ২০১৭

জুনে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৮ জুন পর্যন্ত। এই টুর্নামেন্টের জন্য ৮ জন শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার রয়েছেন সেই তালিকায়।

২০০৬ সালে হাবিবুল বাশারের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সঙ্গে থাকছেন সাবেক তারকা এই ক্রিকেটার। দুই ভূমিকায়। এক. মাশরাফিদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুল। দুই. টুর্নামেন্টের অ্যাম্বাসেডরও তিনি।

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ খান আফ্রিদি ও ভারতীয় স্পিনার হরভজন সিং থাকছেন শুভেচ্ছাদূতের ভূমিকায়। এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি, নিউজিল্যান্ডের শেন বন্ড, ইংল্যান্ডের ইয়ান বেল, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

টুর্নামেন্ট শুরুর ৫০ দিন আগে শুভেচ্ছাদূতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ১ জুন ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও  বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। এই আট অ্যাম্বাসেডর ১৭৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৪৮টি সেঞ্চুরিসহ তারা নামের পাশে যোগ করেছেন ৫১ হাজার ৯০৬ রান; উইকেট নিয়েছেন ৮৩৮টি।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।