নেপালে ভূমিকম্প : খালেদার জিয়ার শোক প্রকাশ
নেপালে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানীতে গভীর শোক ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, নেপালে প্রচন্ড ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমি ক্ষতিগ্রস্ত নেপালবাসীর সঙ্গে সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি। নেপালবাসীর এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে।
শোকবার্তায় খালেদা বলেন, নেপাল ছাড়াও বাংলাদেশ ও ভারতে এই ভূমিকম্পের প্রভাবে বেশ কয়েকজনের প্রাণহানী ঘটেছে ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মহান আল্লার নিকট প্রার্থনা করছি তিনি যেন ভূমিকম্প বিধস্ত এই অঞ্চলবাসীকে শোক ও কষ্ট সহ্যে ক্ষমতা দান করেন।
এছাড়া প্রলয়ংকারী ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহত মানুষজনদের আশু সুস্থতা করেন তিনি এবং হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান খালেদা জিয়া।
এমএম/আরএস/আরআই