‘রিয়ালকে ভয় পায় না বায়ার্ন’


প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১০ এপ্রিল ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। আগামী বুধবার বাংলাদেশ সময় পৌনে ১টায় মুখোমুখি হবে দুই দল। বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ আরিনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মাঠের লড়াইয়ের আগে ম্যাচটি নিয়ে শুরু হয়ে গেছে কথার লড়াই। বাগযুদ্ধে যোগ দিলেন আরিয়েন রোবেনও। জানালেন, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে কোনো ভয় পায় না বায়ার্ন মিউনিখ।

বায়ার্নের ঘরের মাঠও কিন্তু অভয় দিচ্ছে বাভারিয়ানদের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে ১১টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে গেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু গত বছর ঘরের মাঠে রিয়ালের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল বায়ার্ন।

এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের মিশনে নামবে বায়ার্ন। দলটির অন্যতম সেরা খেলোয়াড় আরিয়েন রোবেনের ভাষায়, ‘আমি জানি, রিয়ালে অনেক ভালো খেলোয়াড় আছে। যা অন্য দলে নেই। তবে প্রতিপক্ষকে নিয়ে ভাবলে চলে না। নিজেদের সামর্থ্যের শতভাগ দিয়েই খেলতে হবে। আমরা রিয়ালের জন্য প্রস্তুত। ওদের ভয় পাই না।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।