পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচনে বেনাপোল অচল
বেনাপোলের বিপরীতে ভারতের বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১৬ জেলার ৯১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার। নির্বাচনে সরকারি সাধারণ ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার সকাল থেকে দু`দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এ পথে কোন আমদানি-রফতানি হয়নি। রোববার সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জাগো নিউজকে জানান, পৌরসভা নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিএন্ডএফ মালিক, কর্মচারি, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাক চালকরা তাদের ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় চলে যাওয়ার ফলে এ পথে শনিবার কোন আমদানি-রফতানি কার্যক্রম চলছে না। রোববার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম আবারো স্বাভাবিকভাবে চলবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জাগো নিউজকে জানান, পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন থাকায় ভারত সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় শনিবার এ পথে কোন আমদানি-রফতানি হচ্ছে না।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে জানান, ভারতে নির্বাচন থাকায় শনিবার দু`দেশের মধ্যে কোন আমদানি-রফতানি বাণিজ্য হয়নি। দু`দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন। তবে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বেনাপোল বন্দরে পণ্য খালাস করে খালিই ফিরে যাচ্ছে।
এমজেড/আরআই