আবারও অভিযুক্ত নারাইন


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৫ এপ্রিল ২০১৫

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আবারও অভিযুক্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার সুনীল নারাইন। গত ২২ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বিশাখাপটনমে অনুষ্ঠিত আইপিএল এর ম্যাচে ক্যারিবীয় এই বোলারের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়। অন ফিল্ড দুই আম্পায়ার রিচার ইলিংওয়ার্থ এবং ভিনিত কুলকার্নি তার বিপক্ষে অভিযোগ আনেন।

বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আইপিএল এ বোলিং করার অনুমতি পেয়েছেন। অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে আইপিএল এর নীতির কারণেই নারাইন বোলিং চালিয়ে যেতে পারবেন। তবে এজন্য তাকে চেন্নাইয়ে আইসিসি ও বিসিসিআই’র অনুমোদিত পরীক্ষাগারে বায়োমেকানিক্যাল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

২০১২ এবং ২০১৪ সালে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারাইন প্রথম সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযুক্ত হবার পরে গত বছর চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি-২০তে নিষিদ্ধ ছিলেন। এরপর বায়োমেকানিক্যাল পরীক্ষর পরে আইসিসি তাকে পুনরায় বোলিংয়ের সবুজ সঙ্কেত দেয়। নতুন বোলিং অ্যাকশনে নিজেকে এখনো মানিয়ে নিতে না পারা নারাইন এবারের আসরে ছয় ম্যাচে মাত্র দুই উইকেট দখল করেছেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।