গণভবনে পরম আতিথেয়তায় টাইগাররা : পুরস্কার পাচ্ছেন ৮ কোটি টাকা


প্রকাশিত: ০৯:০১ এএম, ২৫ এপ্রিল ২০১৫

বিশ্বকাপে দুর্দান্ত সাফল্যের পর পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করায় আর একমাত্র টি-টোয়েন্টিতে হারানোয় মোট ৮ কোটি টাকা পুরস্কার হিসেবে পাচ্ছেন টাইগাররা।



ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও পাকিস্তানের বিপক্ষে বিশাল জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শুক্রবার খেলা শেষে গণভবনে মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিলেন।



শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্য ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা গণভবনে যান। এসময় প্রধানমন্ত্রীর আতিথেয়তায় মুগ্ধ হন ক্রিকেটাররা।



প্রধানমন্ত্রী জানান, বিশ্বকাপে উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকা এবং আইসিসি থেকে আরও ৩ কোটি টাকা পাওয়া গেছে। বিসিবি থেকে দেওয়া হবে ১ কোটি ২৩ লাখ টাকা। আর বিশ্বকাপে ভালো খেলার জন্য ১ কোটি টাকা এবং পাকিস্তানকে ওয়ানডেতে বাংলাওয়াশ করা ও টি-টোয়েন্টি সিরিজে হারানোর জন্য আরও ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বেক্সিমকো থেকে আরও ১ কোটি টাকা দেওয়া হবে বলেও তিনি জানান।



উল্লেখ্য, শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে বসে খেলা দেখেন এবং জয়ের পর করতালি দিয়ে জাতীয় পতাকা নেড়ে অভিনন্দন জানান।



খেলা শেষে প্রধানমন্ত্রী মাঠে নেমে বাংলাদেশ দলের হাতে ট্রফি তুলে দেন এবং খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটান। হাস্যোজ্জ্বল মুখে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।