কাকডাকা সকালে প্রচারে তাবিথ


প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৫ এপ্রিল ২০১৫

কাকডাকা সকালে প্রচারে নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। শনিবার সকাল সাড়ে আটটায় উত্তরা ৮ নম্বর সেক্টরের কয়েকটি বস্তি ও কলোনিতে প্রচার চালিয়েছেন তিনি।

সকাল সাড়ে আটটার দিকে বাসে করে উত্তরা ৮ নম্বর সেক্টরের সোনালি ব্যাংক স্টাফ কলেজ-সংলগ্ন ৮ নম্বর বস্তিতে যান এই মেয়র পদপ্রার্থী। এসময় অনেকে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। বস্তির ঘরে ঘরে গিয়ে বাস মার্কায় ভোট চান তাবিথ। এর পর সেখান থেকে তাবিথ রেললাইন-সংলগ্ন সেলিমের বস্তিতে যান। আশপাশের ছোট ছোট কয়েকটি কলোনিতেও প্রচার চালান তিনি। তবে সাতসকালে তাবিথকে দেখে অনেকেই অবাক হয়ে যান।

সকালে নির্বাচনী প্রচার চালানো একপর্যায়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তাবিথ বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আমাদের শঙ্কা আছে। সর্বশেষ সেনা মোতায়েন নিয়ে যে টালবাহানা করা হলো, সেটি আমাদের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে আমরা জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি। জনগণ আমাদের সঙ্গে আছে। তাই শেষ পর্যন্ত আমরা নির্বাচনের মাঠে লড়াই চালিয়ে যাব।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।