দুই ব্রাজিলিয়ানের গোলে লিভারপুলের জয়


প্রকাশিত: ০৩:৪২ এএম, ০৯ এপ্রিল ২০১৭

পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয়ে পেয়েছে লিভারপুল। বদলি হিসেবে নামা দুই ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনিয়ো ও রবের্তো ফিরমিনোর গোলে স্টোকসিটিকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে লিভারপুল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৮ মিনিটে গোলের সুযোগও পায় অলরেডরা। তবে মিলনারের কাছ থেকে বল পেয়েও তা জালে জড়াতে ব্যর্থ হন ওরিগি। ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরা। তবে আর্নাউতোভিচের শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। বিরতির ঠিক আগে লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের ৪৪ মিনিটে শাকিরির ক্রস থেকে হেডে বল জালে জড়ান জোনাথন ওয়াল্টার্স।

বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে কৌতিনিয়ো ও ফিরমিনোকে মাঠে নামান লিভারপুল কোচ। ম্যাচের ৭০ মিনিটে জোরালো শটে  দলকে সমতায় ফেরান কৌতিনিয়ো। আর এ গোলের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তারকাদের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক হয়ে যান।

এর দুই মিনিট পর দারুণ এক ভলিতে জয়সূচক গোলটি করেন ফিরমিনো। এ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে লিভারপুল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।