এবার টি-টোয়েন্টিতেও পাকিস্তান বধ


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

বাংলাওয়াশ উদযাপন করেছে পুরো জাতি, কিন্তু তাতেই থেমে থাকেনি টাইগাররা। ওয়ানডে সিরিজে বাংলাওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও সাফল্য দেখালো ক্রিকেটাররা। শুক্রবারও সাবলীল ভাবে জয় পেলো মাশরাফিরা।

টসে জিতে ব্যাটিং করতে নামে পাকিরা। টাইগাররা ফিল্ডিং আর বোলিং দিয়ে পাকিদের রান নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ১৪২ রানের লক্ষ্য আসে টাইগারদের সামনে।



জবাবে বেশ ভালোই শুরু করে মাশরাফিরা। ব্যাট হাতে নেমে প্রথম বলেই ৬ উপহার দেয় তামিম ইকবাল। তবে ১৪ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে চলে যেতে হয় সৌম্য সরকারকে। এরপর কিছুটা চাপে পড়লেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি টাইগারদের। শেষ পর্যন্ত সাকিব আর সাব্বির রহমানের জোড়া অর্ধশত রানে ভর করে বাংলাদেশ দল পৌছে যায় জয়ে।

অনেক জল্পনা কল্পনা ছিলো টি-২০তে কি করবে টাইগাররা। কিন্তু তা দেখিয়ে দিলো, তারা পারে। সব ফরমেটেই পারে। তাইতো সাবেক টি-টোয়েন্টি বিশ্ব চ্যম্পিয়নকে হারাতে কষ্ট হয়নি তাদের।



৩ ওভার ৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পেলো টাইগাররা। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ৫১ রানে অপরাজিত থাকা সাব্বির রহমান।



উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।



ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশের পর এবার একমাত্র টি-টোয়েন্টিতেও ৭ উইকেটে জয় পাওয়ায় জাগো নিউজের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান দল: ২০ ওভারে ১৪১/৫ (মুক্তার ৩৭, শেহজাদ ১৭, আফ্রিদি ১২, হারিস ৩০*, হাফিজ ২৬, তানভির ৮; মুস্তাফিজ ২/২০, আরাফাত ১/২৩, তাসকিন ১/২৯)।

বাংলাদেশ দল: ১৬.২ ওভারে ১৪৩/৩ (তামিম ১৪, সৌম্য ০, সাকিব ৫৭*, মুশফিক ১৯, সাব্বির ৫১*; গুল ১/২৩, ওয়াহাব ১/৩৯)।

## বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।