মোস্তাফিজুরের মাথায় জাতীয় দলের ক্যাপ


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষিক্ত হলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, টি২০ টিতে প্রথম খেলছেন সৌম্য সরকার।

শুক্রবার ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ হওয়া পাকিস্ত‍ানের বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচে বাংলাদেশ একাদশে ঠাঁই পেয়েছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। মাশরাফি-তাসকিনদের সঙ্গী হয়ে পেস অ্যাটাকে অংশ নেবেন তিনি।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার একমাত্র টি২০ ম্যাচ শুরুর আগে মোস্তাফিজ ও সৌম্যকে টি২০ ক্যাপ পড়িয়ে দেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গত বছরের এপ্রিলে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। সাতটি ম্যাচ খেলে নিয়েছেন ২৩  উইকেট। আর পাঁচটি লিস্ট ‘এ’ ম্যাচে ১২টি উইকেট দখল করেন তিনি।

অন্যদিকে গত বছরের ডিসেম্বরে ওয়ানডে দলে অভিষেক হওয়া সৌম্য সরকারেরও এ দিন টি২০ অভিষেক হয়েছে। ওয়ানডে ওপেনার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন সৌম্য সরকার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।