রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচ দেখবেন বার্সা কোচ, তবে...
লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর। প্রতিপক্ষের খোঁজ-খবরও তো রাখতে হচ্ছে চ্যাম্পিয়ন দলটিকে। বিশেষ করে যাদের সঙ্গে লড়াই করেই জিততে হবে শিরোপা। বার্সার সঙ্গে সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আছে অ্যাটলেটিকো মাদ্রিদও।
আজ রাতে মাঠে গড়াচ্ছে মাদ্রিদ ডার্বি। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাটলেটিকো। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ১।
অনেকে মাদ্রিদ ডার্বিকেই ভাবছেন স্প্যানিশ লা লিগার শিরোপার নির্ধারক হিসেবে! ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দুইয়ে। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট।
আজকের মাদ্রিদ ডার্বির ম্যাচটি কি দেখবেন বার্সা কোচ লুইস এনরিক? এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি নিজেই। অনেকটা মজার ছলেই এনরিক জানালেন, প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মধ্যকার ম্যাচটি দেখবেন; তবে ঘুমিয়ে পড়লে তো আর দেখা সম্ভব নয়!
আজ এনরিকের দল বার্সাও মাঠে নামছে। মেসি-নেইমার-সুয়ারেজদের প্রতিপক্ষ মালাগা। ম্যাচটি মাঠে গড়াবে রাত ১২টা ৪৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও টেন ১। জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে বার্সা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাদ্রিদ ডার্বি নিয়ে বার্সা কোচ এনরিক বলেন, ‘এই ডার্বি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। দুই দলই চাইবে পয়েন্ট তুলে নিতে। লড়াইটা বেশ জমবে; এটা নিশ্চিত করে বলা যায়। রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচটি আমি দেখব যদি ঘুমিয়ে না পড়ি।’
এনইউ/এমএস