যেখানে সবার ওপরে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ এএম, ০৭ এপ্রিল ২০১৭

বার্সেলোনায় লুইস সুয়ারেজ শো চলছেই। নিজে গোল করছেন, আবার গোল করাচ্ছেন সতীর্থ দিয়েও। সেভিয়ার বিপক্ষে যেমন বার্সাকে লিড এনে দেন উরুগুইয়ান স্ট্রাইকার। আর জোড়া গোল করা লিওনেল মেসির একটি গোলে প্রত্যক্ষ অবদান রেখেছেন সুয়ারেজ।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাসিস্টের কীর্তি সুয়ারেজের। এবার তিনি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১টি। পেছনে ফেলেছেন নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অ্যাসিস্টের সংখ্যা ১০।

নেইমারের সমান অ্যাসিস্ট করেছেন রিয়াল মাদ্রিদের টনি ক্রস। বার্সা সুপারস্টার লিওনেল মেসি এ পর্যন্ত ৭টি অ্যাসিস্ট করে রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। রিয়াল মাদ্রিদের মার্সেলোও সতীর্থদের গোলে অবদান রেখেছেন ৭ বার। শীর্ষ দশে নেই রিয়াল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।