মাশরাফিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০৭ এপ্রিল ২০১৭

মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত তাকে পুনর্বিবেচনা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে কলম্বোতে লঙ্কানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জয় পাওয়ার পর মাশরাফির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।

তখনই ক্রিকেটের ছোট সংস্করণ থেকে অবসর নেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পাওয়ার পর টাইগারদের অভিনন্দন জানিয়ে গণভবন থেকে প্রধানমন্ত্রী মাশরাফিকে ফোন করেন। জয়ের জন্য তাদের অভিনন্দন জানিয়ে টি-টোয়েন্টি থেকে অবসর না নেয়ার কথা বলেন মাশরাফিকে।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

এদিকে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ ড্র করে শুক্রবার দেশে ফিরেছেন মাশরাফিরা।

এইউএ/এমএমএ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।