ফেসবুকজুড়ে মাশরাফির জন্য কান্না


প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হলো অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার একটা অধ্যায়। ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক অঙ্গনে আরও দেখা যাবে না তাকে। আর তাতে দুঃখ ভারাক্রান্ত বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট সমর্থক সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করছেন নিজের আকুতি।

বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদান কারো অজানা নয়। হারের বৃত্তে থাকা দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। যে সাফল্যে আজ গোটা বিশ্ব বাংলাদেশকে সমীহের দৃষ্টিতেই দেখে। এমন জাদুরকাঠি হারানোর কথা ভাবতেই যেন বুক ভেসে যায় সমর্থকদের। তাই সামাজিক মাধ্যমে মাশরাফিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ক্রিকেটভক্তরা।

কেউ লিখেছেন, ‘বাঘের গর্জন আর শুনতে পাবো না, এটা মান্তেই পারছি না।’

কেউবা কবিতার মতো ছন্দ দিয়ে লিখেছেন, ‘ম্যাশ তুমি যেও না একটাবার ভেবে দেখ মাঠের ভেতর
ঢুকে তোমাকে জড়িয়ে ধরা ভক্তটার কথা!!!
তুমি এভাবে অসময়ে চলে গেলে ইতিহাসের কাঠগড়ায়
তোমাকে দাঁড়াতে হবে!! তুমি একা সিদ্ধান্ত নিতে পার না
ম্যাশ এই অধিকার তোমার নেই কারণ তুমি তোমার নও
তুমি ১৭ কোটি বাঙালির, তুমি বীর বাঙালির,
তুমি লাল সবুজের, তুমি আমাদের অহংকার
মাশরাফি বিন মর্তুজা কৌশিক। ফিরে এসো!! ফিরে এসো!!’

আবার কেউবা ফিরে আসার আকুতির পাশে রাগ ঝেড়েছেন, ‘বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাশরাফিকে বেঁধে রাখা উচিত।’

তবে যে যেভাবেই প্রকাশ করুক, মোদ্দাকথা বাংলাদেশের ক্রিকেটভক্তরা আবারও মাশরাফিকে টি-টোয়েন্টিতে দেখতে আগ্রহী। মাশরাফি কি শুনবেন তার ভক্তদের কান্না?

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।