বিদায় বেলায় সমর্থকদের ধন্যবাদ মাশরাফির


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

খেলোয়াড়দের সৌজন্যতাবোধ একটু বেশিই থাকে। তবে মাশরাফি বিন মর্তুজার সৌজন্যবোধ হয়তো কোনো পাল্লায় মাপা সম্ভব হবে না। টি-টোয়েন্টি থেকে বিদায় নেয়ার আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি যা লিখেছিলেন, তার পুরোটাই ছিল বন্ধু, সমর্থক এবং বিসিবির কর্মকর্তাদের প্রশংসায় ভরা। ভক্তদের কৃতজ্ঞতায় ভাসিয়েছেন তিনি।

বিদায় বেলায়ও সমর্থকদের সমর্থনের কথা ভোলেননি টিম বাংলাদেশের অধিনায়ক। তার পাশে সব সময় থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। টসের কয়েন নিক্ষেপে জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘আমি খুব ভালো অনুভব করছি। একই সঙ্গে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কারণ, গত দশটি বছর আমি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে পেরেছি। আমাকে সমর্থন করার জন্য বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।’

Vision

টস জিতে প্রথমে ব্যাটিং নেয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করাই ভালো। আর প্রথমে ব্যাট করলে আমরা ভালো খেলি। পরে ব্যাট করলে অনেক চাপ তৈরি হয়। গত ম্যাচে আমরা ১৭০-১৮০ রানের জন্য ব্যাট করেছিলাম। যদিও পারিনি। আজ চেষ্টা করবো তেমন একটি ইনিংস স্কোর করার।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।