ইমরুল-সৌম্যে শুভ সূচনা বাংলাদেশের


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

মাশরাফির বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান বাংলাদেশের ক্রিকেটাররা। যে যেভাবে পারবে সেভাবে পারফর্ম করতে বদ্ধপরিকর। বিদায় বেলায় নেতাকে যদি একটি জয় উপহার দেয়া যায়, তার চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। এই ধারণা থেকে দারুণ অনুপ্রাণিত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সে কারণেই হয়তো, টস জিতে ব্যাট করতে নামার পর শ্রীলঙ্কান বোলারদের ওপর দারুণ চড়াও হয়ে খেলা শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস এবং সৌম্য সরকার।

Vision

মাত্র পাঁচ ওভারেই লঙ্কান বোলারদের একের পর এক বাউন্ডারির ওপারে আছড়ে ফেলে ৫৬ রান তুলে নিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। রান তোলার গড় ১১.২০ করে। ১৮ বলে ২৮ রানে ব্যাট করছেন ইমরুল আর সৌম্য ব্যাট করছেন ১২ বলে ২৪ রান নিয়ে। দুজনই মেরেছেন তিনটি ছক্কা এবং ছয়টি বাউন্ডারি।

বিস্তারিত আসছে...

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।