মাশরাফির বিদায়ী ম্যাচে মিরাজের শুরু


প্রকাশিত: ০১:২০ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

মাশরাফিকে জয় দিয়ে বিদায় দিতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ দল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অভিষেকটা যিনি রাঙ্গিয়েছেন জয় দিয়ে, বিদায়বেলায়ও তার জয় পাওয়াটা একরকম প্রাপ্যই। সে চ্যালেঞ্জ নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা। আর এমন আবেগঘন ম্যাচেই টি-টোয়েন্টি ক্যাপ মাথায় পরে নিলেন মেহেদী হাসান মিরাজ। মাশরাফির অধীনেই স্বপ্নের অভিষেক হলো এ নবীন তারকার।

আগের ম্যাচেই অভিষেক হয়েছে মিরাজের দীর্ঘদিনের সতীর্থ সাইফউদ্দিনের। অনূর্ধ্ব-১৯ দলে সাইফদের অধিনায়কই ছিলেন মিরাজ। এবার বন্ধুর মত টি-টোয়েন্টিতেও অভিষেক হলো তার। তবে সাইফের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন মিরাজ। টি-টোয়েন্টিতে সাইফের অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অনেক আগেই পা রেখেছেন এ নবীন।

বাংলাদেশের ৫৭তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হলো মিরাজের। মিরাজকে জায়গা দিতে ছেড়ে দিতে হলো তাসকিন আহমেদকে। আগের ম্যাচে কিছুটা ছন্নছাড়া বোলিং করেছেন এ গতি তারকা। তবে ওয়ানডেতে দারুণ ছন্দে ছিলেন তাসকিন।

Vision

সীমিত ওভারের খেলোয়াড় হিসেবে পরিচিত হলেও মিরাজের অভিষেকটা হয় টেস্ট ক্রিকেট দিয়ে। গত বছর অক্টোবরে ইংলিশদের বিপক্ষ দিয়ে যাত্রা তার। আর চলতি শ্রীলঙ্কা সফরেই ওয়ানডে ক্যাপ পান মিরাজ। এবার টি-টোয়েন্টিতেও নিজের নাম লেখালেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এ অধিনায়ক।

বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : কুশল পেরেরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাভিরা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, থিসারা পেরেরা, চামারা কাপুগেদারা, মিলিন্দা সিরিবর্ধনে, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, ভিকুম সঞ্জয়া।

আরটি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।