পুরনো সেই যুবরাজকেই দেখলাম : ওয়ার্নার


প্রকাশিত: ১০:২৬ এএম, ০৬ এপ্রিল ২০১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। সপাটে ব্যাট চালাতে পারদর্শী। দ্রুত রান তুলতে তার জুড়ি নেই। যুবরাজ সিং নিজেকে প্রমাণ করলেন আবারও। বুধবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন ভারতীয় এই সুপার হিটার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন যুবরাজ। শেষ পর্যন্ত ২৭ বল মোকাবেলা করে খেলেছেন ৬২ রানের ইনিংস, যা সমৃদ্ধ ৭টি চার ও ৩টি ছক্কায়। যুবরাজের ব্যাটে ভর করে ৪ উইকেটে ২০৭ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১৭২ রানে অলআউট হয় বেঙ্গালুরু। ফলে ৩৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ। শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

Braver

ম্যাচ শেষে যুবরাজের প্রশংসায় মেতে ওঠেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ‘মিডল-অর্ডারে ছেলেরা দারুণ ব্যাটিং করেছে। তাদের নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব। আমরা পুরনো সেই যুবরাজকেই দেখলাম। জানতাম, প্রতিপক্ষের জুটি ভাঙতে পারলে জয় আসবেই।’

যুবরাজের পাশাপাশি আফগান তরুণ স্পিনার রশিদ খানের প্রশংসাও করেন ওয়ার্নার, ‘সত্যিই, সে (রশিদ) ছিল দুর্দান্ত। তার প্রতিভা অসাধারণ। আফগানিস্তান ক্রিকেটের বড় সম্পদ হবে সে।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।