র্যাঙ্কিংয়ে উন্নতি তামিম মুশফিকদের
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করতে দারুণ অবদান রাখা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে দুর্দান্ত ফর্মে থাকা মুশফিকুর রহিমের উন্নতিটা সবচেয়ে বেশি চোখে পড়ছে। এই ব্যাটসম্যান ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন; এই সিরিজে ১টি করে শতক ও অর্ধশতকের সাহায্যে ২২০ রান করে ১২ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। দুটি শতক ও একটি অর্ধশতকের সাহায্যে ৩১২ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতা তামিম ১৮ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এখন ৩০তম স্থানে আছেন।
আর ৫ উইকেট নেয়া সাকিব বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। এছাড়া ৪ উইকেট নেয়া পেসার রুবেল হোসেন ৫ ধাপ এগিয়ে ৫৭তম এবং মাশরাফি ১ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন। এছাড়া ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন শেষ ম্যাচে শতক করা সৌম্য সরকার ও বোলার আরাফাত সানিও। গত বুধবার অপরাজিত ১২৭ রান করা সৌম্য ৬০ ধাপ এগিয়ে ৬৯তম আর সিরিজে ৬ উইকেট নেয়া বাঁ-হাতি স্পিনার আরাফাত ৪৩ ধাপ এগিয়ে ৫৩তম স্থানে ওঠেন।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর বোলারদের মধ্যে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্ট্যার্ক।
একে/আরআইপি