`ফ্রেমে বাঁধা স্বপ্ন`-এর সমাপনী
‘স্বপ্ন সৃষ্টির জোয়ার ভাঙুক বাস্তবতার দুয়ার’ এই স্লোগানে দীপ্ত হয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল `ফ্রেমে বাঁধা স্বপ্ন` শিরোনামে দুই দিনব্যাপি এক শিল্প প্রদর্শনীর।
শিল্প প্রদর্শনীতে ফটোগ্রাফি, পেইন্টিং, হ্যান্ডিক্রাফট, ফটোশপ ডিজাইন প্রদর্শিত হয়। দুই দিনব্যাপি এই শিল্প প্রদর্শনী হাজারো শিক্ষার্থীর মন কেড়েছে। ক্লাস পরীক্ষার ফাঁকে প্রদর্শনীতে আসতে কেউ ভুলেননি। এই শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় এই শিল্প প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে সমাপন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মো. আনিস খান, প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর ড. শাহদাত হোসেন খান, প্রফেসর ড. সাইফুর রহমান, ফ্রেমে বাঁধা স্বপ্ন-২০১৫` এর প্রধান উপদেষ্টা মো. মমিনুল ইসলাম।
আয়োজকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মানবেন্দ্র সরকার ও মো. রুবেল রেজা। তারা তাদের বক্তব্যে এমন আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য প্রদান করেন সৌমিত্র রায়।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন ফ্রেমে বাঁধা স্বপ্ন-২০১৫`কে বিশ্ববিদ্যালয়ের সেরা আয়োজন হিসেবে আখ্যায়িত করেন। তারুণ্যের জয় হোক, তারুণ্যের সুপ্ত প্রতিভা বিকশিত হোক এই আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, যারা ফ্রেমে বাঁধা স্বপ্নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছেন তারা অঙ্গীকার করেছেন যে, তারা ক্যাম্পাস কখনও অপরিষ্কার রাখবেন না।
এমজেড/এমএএস/আরআইপি