পাকিস্তান টেস্ট দলে বিস্ময় বালক সাদাব খান


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার ডিন জোন্সই তাকে উপাধি দিয়ে ফেলেছেন, ‘খাঁটি সোনা’ হিসেবে। পাকিস্তানজুড়ে বলা হচ্ছে, বিস্ময় বালক। বয়স মাত্র ১৮ পেরিয়েছে। প্রথম সুযোগ পেলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেললেন স্বাগতিকদের বিপক্ষে। এক টি-টোয়েন্টি সিরিজেই নিজের জাত চিনিয়েছেন এই লেগ স্পিনার। মোটকথা ১৮ বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে এখন পাকিস্তানজুড়ে চলছে বন্দনা।

সাদাব খানের জন্য এবার আরও বড় পুরস্কারের অপেক্ষা। এবার অভিষেক হতে পারে টেস্ট দলেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ডাক পেয়ে গেলেন তিনি। টি-টোয়েন্টিতে অভিষেকের ১০ দিনের মাথায় টেস্ট দলে ডাক পেলেন সাদাব। টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন পাকিস্তানের নতুন সেনসেশন। তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হকই। ২১ এপ্রিল কিংস্টনে শুরু হবে টেস্ট সিরিজ।

শুধু সাদাব খানই নয়, পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন আরও তিন নবীন। যাদের এখনও জাতীয় দলের হয়ে জার্সিই গায়ে দেয়ার সুযোগ হয়নি। তারা হলেন উসমান সালাউদ্দিন। হাসান আলি এবং মোহাম্মদ আব্বাস। একই সঙ্গে আহমেদ শেহজাদ এবং শান মাসুদ ফিরেছেন পাকিস্তান টেস্ট দলে।

গত ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের যে দলটি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, সেই দলের সাত ক্রিকেটার নেই এবারের দলে। বাদ পড়েছেন শারজিল খান, সোহেল খান, সামি আসলাম, রাহাত আলি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, ইমরান খান।

টেস্ট দলের ঘোষণা দেয়ার সময় পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন এবং খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করেই এই দল সাজানো হয়েছে।’

পাকিস্তান টেস্ট স্কোয়াড : মিসবাহ-উল-হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলি, শান মাসুদ, বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), উসমান সালাউদ্দিন, ইয়াসির শাহ, সাদাব খান, মোহাম্মদ আসগর, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি এবং মোহাম্মদ আব্বাস।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।