আসামি গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৩ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি কাশেম মওলাসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের মায়ারবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

নিহত রফিকুল ইসলাম উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার সানাউল্লাহ মিয়ার ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আল-আমিন দুলাল, এমএ সেলিম, করিম মাস্টার, আলী আকবর, কাজী মনির হোসেন, আবু সাইদ ভূঁইয়া, শাহজাহান ভূঁইয়া, দানেশ ভূঁইয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রফিকুল ইসলাম রফিক হত্যা মামলার প্রধান আসামি কাশেম মওলা ওরফে কাইশাসহ অন্যান্য আসামিদের রহস্যজনক কারণে গ্রেফতার করেনি পুলিশ। বক্তারা আসামিদের গ্রেফতারের দাবি জানান।

এর আগে গত ৫ এপ্রিল রাতে রফিকুল ইসলামকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা সানাউল্লাহ মিয়া বাদী হয়ে ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ মনজুরুল ইসলাম ও আল-আমিন নামে দুই আসামিকে গ্রেফতার করেছে।

এসএস/এমএএস/আরআইপি         

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।