শ্রীলঙ্কাকে ১৫৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে সফরকারীরা। জয়ের জন্য লঙ্কানদের সামনে ১৫৬ রানের টার্গেট ছুড়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। লাসিথ মালিঙ্গা ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ। দুর্দান্ত এক ডেলিভারিতে তামিম ইকবালকে ফেরান মালিঙ্গা। প্রথম ওভারের দ্বিতীয় বলটি আঘাত হানে স্ট্যাম্পে। ইয়র্কার লেন্থের বলটি বুঝে উঠতে পারেননি তামিম। সরাসরি বোল্ড আউট হন বাংলাদেশের এই ওপেনার।

ভালোই ব্যাটিং করছিলেন সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েছিলেন তিনি। দুর্ভাগ্য তার। প্রান্ত বদল করতে গিয়ে রান আউটে কাটা পড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত এই ক্রিকেটার। বিদায়ের আগের ১৪ বলে দুটি চারের সাহায্যে করেছেন ১৬ রান।

সাব্বির রহমানের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না সৌম্য সরকারও। ২০ বল খেলে ৩টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন। ষষ্ঠ ওভারে ভিকুম সঞ্জয়ার বলে মিড অফে থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে।

ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও নিজেকে মেলে ধরতে পারলেন না মুশফিকুর রহীম। ব্যাট হাতে দিলেন ব্যর্থতার পরিচয়। মাত্র ৯ রান করতেই লঙ্কান দলের পার্টটাইম বোলার আসেলা গুনারত্নের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুশফিক।

সাকিব আল হাসানের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু সে আশায় গুড়ে বালি। নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার। ব্যক্তিগত ১১ রানের মাথায় সেকুগে প্রসন্নের বলে গুনারত্নের হাতে ক্যাচ তুলে দেন সাকিব।

শেষ দিকে নেমে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন। তবে মালিঙ্গার এক দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৩টি চারে ৩১ রানেই থামেন তিনি।

মোসাদ্দেক হোসেন সৈকত ৩০ বলে ৩টি চারে ৩৪ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। মাশরাফি অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৫ বলে একটি চারে ৯ রান করে।

শ্রীলঙ্কার পক্ষে সেরা বোলার লাসিথ মালিঙ্কা। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট লাভ করেন এই তারকা বোলার। একটি করে উইকেট নিয়েছেন ভিকুম সঞ্জয়া, সেকুগে প্রসন্ন ও আসেলা গুনারত্নে।

Vision

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ১-১ ব্যবধানে সমতায় শেষ করেছেন টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজটা নিশ্চিয়ই জিততে চাইবেন মাশরাফি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।