‘বার্সা অপ্রতিরোধ্য’


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৪ এপ্রিল ২০১৭

নিষেধাজ্ঞার কারণে গ্রানাডার বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি। দলের প্রাণভোমরাকে ছাড়াই ম্যাচটিতে বার্সা জয় পেয়েছে ৪-১ গোলের ব্যবধানে। মেসির অভাব বুঝতেই দেননি নেইমার-সুয়ারেজরা।

নিষেধাজ্ঞা শেষ। এবার বার্সার পরবর্তী লা লিগার ম্যাচে খেলতে পারবেন মেসি। কাতালান ক্লাবটির সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও। কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসকে পেয়েছে বার্সা। কোয়ার্টারে প্রথম লেগ মাঠে গড়াবে ১২ এপ্রিল; আর দ্বিতীয় লেগ ২০ এপ্রিল।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে পিছিয়ে ছিল বার্সা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লুইস এনরিকের দল। দ্বিতীয় লেগে ৬-১ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টারের টিকিট পায় তারা। বার্সার শক্তিমত্তা কতটুকু, তা জুভেন্তাসকে স্মরণ করিয়ে দিলেন ফ্যাবিও ক্যাপেলো। জানালেন, বার্সা অপ্রতিরোধ্য।

২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জুভেন্তাসের কোচের দায়িত্ব পালন করেছেন ক্যাপেলো। এরপর রিয়ালের কোচের ভূমিকায়ও ছিলেন তিনি। তাই বার্সা সম্পর্কে বেশ ভালোই জানা আছে তার। সেই জানা থেকেই জুভেন্তাসকে সতর্ক করে দিয়েছেন ক্যাপেলো।

বার্সার বিপক্ষে কেমন করবে জুভেন্তাস? এমন প্রশ্নের জবাবে ক্যাপেলো বলেন, ‘ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বার্সার বিপক্ষে গা ভাসানোর সুযোগ নেই জুভেন্তাসের। ৯৫ মিনিট পর্যন্ত চোখ-কান খোলা রাখতে হবে জুভিদের। কারণ, বার্সা জানে শেষ তিন-চার মিনিটের মধ্যেও ফল কিভাবে ঘুরিয়ে দেয়া যায়। বার্সা অপ্রতিরোধ্য।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।